পাবনায় শেষ হলো দশদিনব্যাপী উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলা

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ


পাবনা প্রতিনিধি :


চাকরির পিছনে না ঘুরে প্রত্যেকে একজন উদ্যোক্তা হবেন এবং অন্যকে চাকরি দিবেন-এমন প্রত্যাশা নিয়ে পাবনায় শেষ হলো দশদিনব্যাপী উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলা।

পাবনা উদ্যোক্তা কমিউনিটির উদ্যোগে গত ৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলা শুরু হয়।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার।

মেলার আহবায়ক এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শিশির ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তফা কামাল, রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের সত্ত্বাধিকারী আফজাল হোসেন, এম এস ল্যাবরোটরীর সত্ত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্য হোসনে আরা পারভীন, এস এম শিহাব, ইমরান, নীলা, কাকলী শিকদার, রুশা খান, হাবিবর রহমান, এস কে সাগর প্রমুখ।

উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘চাকরির পিছনে না ঘুরে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে যে উদ্যোক্তারা অংশগ্রহন করেছেন এবং অর্ধ কোটি টাকার পণ্য উদ্যোক্তারা বিক্রয় করেছেন তাতে আশাবাদি আগামীতে যুবসমাজের মধ্যে পরিবর্তন হবে। তারা চাকরির পিছনে না ঘুরে প্রত্যেকে একজন উদ্যোক্তা হবেন এবং অন্যকে চাকরি দিবেন।’

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান মেলা উদযাপন পরিষদরে সদস্য সচিব ফারহানা রহমানসহ অন্যান্য সদস্যগণ। মেলায় অর্ধশত উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

মেলার মাঝখানে একদিন অনলাইনে কিভাবে ব্যবসা করা যায় সে বিষয়ে রাজশাহী থেকে প্রশিক্ষক এনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতথি সহ অন্যান্য অতিথিরা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ