সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
পাবনা প্রতিনিধি
পাবনা শহরের নয়নামতি এলাকার মরহুম দবির উদ্দিন মালিথার তৃতীয় ছেলে, বিশ্বব্যাংকের উপদেষ্টা এ এম সামছুদ্দিন (৮৮) আর নেই। গতকাল রোববার বেলা ১১টার দিকে ঢাকার দক্ষিণ কাফরুলের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দুই ছেলে এক মেয়ে চার ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জনতা ব্যাংকের ডিএমডি, পুবালী, অগ্রণী ব্যাংকের ডিজিএম, সোনালী, ন্যাশনাল এবং কৃষি উন্নয়ন ব্যাংকের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ সোমবার বাদ যোহর নয়নামতি জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পাবনার আরিফপুর কবরস্থানে দাফন করা হবে। বিশিষ্ট বিজ্ঞানী ড. আনোয়ার হোসেন তার ছোট ভাই। পাবনা থেকে প্রকাশিত দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান এএম সামছুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।