পাবনায় গাছের সঙ্গে পিকআপের ধাক্কা || প্রাণ গেলো ড্রাইভারসহ পল্লী বিদ্যুতের তিনকর্মচারীর

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি



পাবনার সুজানগর উপজেলার দুলাই বাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছে সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই ড্রাইভারসহ পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মচারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দুলাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার গাজিবাড়ি গ্রামের আব্দুল হানিফের ছেলে আরিফ হোসেন (২৭), বরিশাল জেলার মূলাদি থানার মোশারফের ছেলে পারভেজ হোসেন (৩২) ও গোপালগঞ্জ জেলার শরিফুল ইসলামের ছেলে বিপ্লব (২৯)। এরা সবাই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী।
পাবনা পল্লী বিদ্যুৎ- ২ এর জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক জানান, পিকআপ ভ্যানের মালামাল পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির নয়, তবে নিহতরা পল্লী বিদ্যুৎ কর্মচারী। আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ শহীদ হোসেন জানান, বৈদ্যুতিক সরঞ্জাম বোঝাই একটি পিকআপ  ঢাকা থেকে পাবনা আসছিল। সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার দুলাই বাজারের কাছে পৌঁছালে ড্রাইভার ঘুমিয়ে পড়ায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ