পাবনায় গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা রামেক হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তার অস্ত্রোপচার করা হয়। বতর্মানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহত ওই পুলিশ সদেস্যর নাম এস আই মনির হোসেন (৪০)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম জানান, আহত ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তার গলায় গুলিবিদ্ধ হয়ে শ্বাসতন্ত্রে আঘাত করেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গলায় অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর মনিটরিঙের জন্য হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আশা করছি তার অবস্থার উন্নতি হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ