পাবনায় জহুরা ফাউন্ডেশনের ইফতার ও বস্ত্র সামগ্রী বিতরণ

আপডেট: মার্চ ২৫, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবাদের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুরা ফাউন্ডেশন এবং জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো: ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এনএসআইয়ের উপ-পরিচালক কামরুল হাসান।

সুজানগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ও জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান, সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, সমাজ সেবক আজিজুল হক বিশ্বাস প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর, ডেঙ্গারগ্রাম এলাকার ১৭৬ জন মানুষের মধ্যে এই ইফতার ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান জানান, ২০২০ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণ ।

এ বিভাগের অন্যান্য সংবাদ