বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পাবনা প্রতিনিধি :
বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধি ব্যাক্তির জীবনমান উন্নয়ন-এই প্রতিপাদ্যে পাবনায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের দেশের কাউকে পিছিয়ে রাখা যাবে না। প্রতিবন্ধিদের মানবসম্পদে পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) সাইফুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাফ উদ দৌলা, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, কসাল্টেন্ট ডা. আসমা উল হুসনা প্রমুখ।