পাবনায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:


পাবনায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, জয়িতা নারীদের পুরস্কার ও চেক বিতারণ করা হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, স্থানীয় সরকার উপ-পরিচালক সাইফুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এ সময় জেলার ১০ জন জয়িতা নারীদের সম্মাননা স্মারক এবং ৫৩ জন নারীর মাঝে ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ