বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পাবনা প্রতিনিধি:
ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় পাবনা পৌর এলাকার ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশিদুল কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পাবনা পৌরসভার ৭৩ জন ভিক্ষুকের মাঝে ২২ লাখ টাকা মুল্যের গরু, ছাগল, সেলাই মেশিন ও রিকশা ও চেক বিতরণ করা হয়।