মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পাবনার চাটমোহরে মা-মেয়েসহ তিনজনকে দলবেঁধে ধর্ষণ করেছে অজ্ঞাত পরিচয় একদল যুবক।
চাটমোহর থানার ওসি একরামুল হক সর্দার বলেন, বুধবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পাবনা সদর হাসপাতালে ওই তিনজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
মামলার বরাত দিয়ে ওসি একরামুল বলেন, ঢাকার আশুলিয়া থেকে দুই পোশাককর্মী ও তাদের একজনের ১২ বছরের মেয়ে বুধবার চাটমোহরে পরিচিত এক লোকের বাড়িতে বেড়াতে আসেন।
“সন্ধ্যায় ওই লোকের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত পরিচয় ১০/১২ জন যুবক অস্ত্রের মুখে তাদের পাশের বিলে নিয়ে ধর্ষণ করে। মধ্যরাতে তারা অসুস্থ অবস্থায় বাড়ি ফিরেন।”
ওই তিনজনের একজন বৃহস্পতিবার বিকালে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বললেও বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।- বিডিনিউজ