বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
তথ্যবিবরণী
বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে পাবনা মোটর গ্রুপ-এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠনের মহাপরিচালক ড. নাজনীন কাওসার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।
আদেশে বলা হয়, পাবনা মোটর মালিক গ্রুপের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা- ১৯৯৪, কোম্পানি আইন-১৯৯৪ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আদেশ বলে সরকারের অনুমোদনক্রমে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে পাবনা মোটর গ্রুপ-এর প্রশাসক নিয়োগ করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।