পাবনা হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাঁধার অভিযোগে দালাল আটক

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি


আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাঁধা দেওয়া ও হাসপাতালের কর্মচারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চিহ্নিত এক দালালকে আটক করেছে সেনাবাহিনী।সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়।

আটককৃত দালাল সাদ্দাম হোসেন (৩২) পাবনা পৌের শহরের শালগাড়িয়া মালিগলি স্কুলপাড়া মহল্লার কুদ্দুস আলীর ছেলে।

হাসপাতালের কর্মচারীরা জানান, অভিযুক্ত সাদ্দাম হোসেন পাবনা জেনারেল হাসপাতালের একজন নিয়মিত চিহ্নিত দালাল। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে একটি রুমে সরকারি ইসিজি মেশিন রয়েছে। যেখান থেকে মাত্র ৮০ টাকায় ইসিজি করেন রোগীরা।

দালাল সাদ্দাম জোর করে অস্ত্রের মুখে রোগীদের জিম্মি করে সরকারি মেশিনের বদলে তার নিজস্ব ইসিজি মেশিনে পরীক্ষা করাতে বাধ্য করতেন রোগী ও তাদের স্বজনদের। আর পরীক্ষার ফি বাবদ ৭শ’ থেকে ৮শ’ টাকা, এমনকি কোন কোন রোগীর কাছ থেকে ১৫’শ টাকা পর্যন্ত আদায় করতেন।

গত ৬ নভেম্বর সাদ্দাম হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাঁধা দেন এবং ইসিজি মেশিনের কিছু অংশ খুলে নিয়ে যান। এসময় বাঁধা দিতে গিলে হাসপাতালের কর্মচারীদের হত্যার হুমকি দেন তিনি।

বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) দুপুরে সেনাবাহিনী পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটকের সময় সাদ্দামের কাছ থেকে কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হবে। তারপর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত একজন নার্সকে মারধরের ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মামলা হয়। আটককৃত সাদ্দামের নামে হত্যাসহ মোট ৪টি হত্যা মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version