পাবনা-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইউনুস আলীর মতবিনিময়

আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি


৬৮ পাবনা-১(সাঁথিয়া-বেড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ¦ ইউনুস আলী সাঁথিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৮নভেম্বর) সাঁথিয়া প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন,আমি এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি।

দল থেকে আমাকে মনোনয়ন দিলে ভালো আর,না দিলেও ধানের শীষের সাথে আছি।আর দল যাকে মনোনয়ন দিবেন তার জন্য কাজ করবো। মনোনয়ন পেলে এবং বিজয়ী হলে জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সাঁথিয়া-বেড়ার মানুষের ভাগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবো। আমি আপনাদের সুখে দুঃখে সাথে আছি এবং থকবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা ও ইউনুস আলীর বড় ভাই আলহাজ¦ আসাদ উল্লাহ,বেড়া উপজেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন আলী,বিএনপি নেতা মনিরুজ্জামান সুমন,মনিরুল ইসলাম হৃদয়,আমিনুর রহমান,জুয়েল রানাসহ বিএনপি ও তাঁতীদলের নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version