পাবিপ্রবি’র ছাত্র উপদেষ্টা হলেন ড. রাশেদুল হক

আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের নতুন পরিচালক হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল হক।
শনিবার (৫ অক্টোবর) তাকে এ পদে দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারি পরিচালক বাবুল হোসেন বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
উল্লেখ্য, ড. মো. রাশেদুল হক ২০১৩ সালে এই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এবং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
ড. রাশেদুল হক ১৯৯০ সালে পাবনা জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯২ সালে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। ড. রাশেদুল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version