পারস্পরিক সুসম্পর্ক এবং স্বজাতির প্রতি মায়া – শালিক পাখির জুটি

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

পারস্পরিক সুসম্পর্ক এবং স্বজাতির প্রতি মায়া – একটি শালিক পাখির অতি সাবধানী আগমন, এক শালিকে দুঃখ হয়, দুই শালিকে খুশি, দুই শালিকে খুব খুশি, কিচির-মিচির শব্দ করে কত কথা বলে যাচ্ছে দুটো শালিক বেশ ব্যস্ত। ছবিটি আজকে পদ্মা নদীর লালনশা উন্মুক্ত মঞ্চের সামনে থেকে তোলা। শরিফুল ইসলাম তোতা

এ বিভাগের অন্যান্য সংবাদ