পার্টনার প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

আপডেট: জুন ১৩, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে জেলায় পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক, অপারেটর ও ডিলারদের নিয়ে তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন অফিসে বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষণ শাখা আয়োজনে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা বোর্ডর সদস্য সাকিনা খাতুন পারুল, পার্টনার প্রোগ্রাম এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড.আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলিসহ চাঁপাইনবাবগঞ্জ জোন ও রিজিয়নএর কর্মকর্তা কর্মচারিসহ কৃষক, অপরেটর ও ডিলারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ