পার্বতীপুরের ইউএনএ’কে এ ঘণ্টা অবরুদ্ধের পর দুই ঘণ্টার আল্টিমেটাম

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তাঁকে অপসারনের দাবীতে কার্যালয় অবরুদ্ধ করে কর্মস্থল ত্যাগে ২ ঘন্টার আল্টিমেটাম দেয় উপজেলা নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় তিনি কার্যালয় ত্যাগ করে চলে যান। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ইউএনও’র কার্যালয়ে আন্দোলনকারী নেতাকর্মীরা ইউএনও ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাঁর অপসারনের দাবীতে স্লোগান দিতে থাকে। এ নিয়ে বাক বিতন্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে তিনি কার্যালয় কক্ষ ত্যাগ করেন।

জানা গেছে,পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুনের বদলী জনিত কারনে অন্যত্র যাবার কথা থাকলেও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁর বদলির আদেশ স্থগিত হয়। এর আগেও এ ধরনের ঘটনা একাধিক বার ঘটেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁকে অপসারণের দাবিতে বুধবার বিকেলে কর্মস্থল ত্যাগে ২ ঘণ্টার সময় বেধে দেয় আন্দোলনকারীরা।

প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় কার্যালয় ত্যাগ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের নিজ বাসভবনে চলে যান তিনি। এর আগে একই দিন বেলা ৩ টায় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলামের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ইউএনও’র অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেন তাঁরা। তাঁদের দাবী অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ স্বৈরাচারের দোসর ইউএনওকে অপসারণ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ