পার্বতীপুরের ইরফান খান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ন্যাশনাল ইয়ুথ ফোরাম”এর জেলা সভাপতি নির্বাচিত

আপডেট: জুন ৪, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুর জেলার পার্বতীপুরের কৃতী সন্তান মো. ইরফান খান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম’-এর দিনাজপুর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির সিন্ধান্ত মোতাবেক মঙ্গলবার (৩ জুন) রাত ১০ টায় অনুষ্ঠিত দিনাজপুর জেলা কমিটির সভায় উপজেলা পর্যায়ের ভোটের মাধ্যমে পার্বতীপুরের কৃতি সন্তান মোঃ ইরফান খান কে সভাপতি ও জিলহজ সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

জানা যায়, ন্যাশনাল ইয়ুথ ফোরাম একটি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন। ভিএসও বাংলাদেশ সহ মোট ৯০ টি দেশে তারা বর্তমানে ন্যাশনাল ইয়ুথ ফোরাম যুবকদের মান উন্নয়ন নিয়ে কাজ করছে। স্বেচ্ছাসেবী কাজকে তারা কৃতী স্বরূপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন।

যেমন বাল্যবিবাহ, কমিউনিটি ক্লিনিক,নদী সুরক্ষা বন সুরক্ষা, স্কুলে ঝরে পড়া বাচ্চাদের নিয়ে কাজ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী বিভিন্ন রকম কার্যকর ভূমিকা এবং স্বেচ্ছাসেবীদের কাজের মূল্যায়ন স্বরূপ অ্যাওয়ার্ড থেকে শুরু করে সহয়তা স্বরুপ পাশে দাঁড়াচ্ছেন,কাজ করছেন।
পার্বতীপুরের কৃতি সন্তান মোঃ ইরফান খান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর দিনাজপুর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ