পার্বতীপুরের পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের যুব সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরের পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পলাশবাড়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বর্ণাঢ্য আয়োজনে যুব সমাবেশ ও পরিচিতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ) পার্বতীপুর উপজেলা ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের আইনুল হুদা ফাযিল মাদ্রাসা মাঠে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সাবেক আহবায়ক দিনাজপুর জেলা বিএনপি ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হক।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন। উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মাহাবুর রশীদ সংগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য রোস্তম আলী।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার), উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জোবায়ের হোসেন (বাবু), যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ মুকুল, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামু, যুগ্ন আহবায়ক রায়হান আলী খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন (মাস্টার), উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন (সাদো),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, যুবনেতা শাকিব হোসেন, এ, জেড, এম রেজওয়ানুল হকের পুত্র ইঞ্জিনিয়ার আরিফুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মারজান লিটন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাজহারুল ইসলাম রাসেল ও ৩ নম্বর রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version