রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
জানা গেছে,শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আবুল কাশেম শিকদার,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি পদে আব্দুল ওয়াহেদ ও অর্থ সম্পাদক পদে মোঃ মহসিন আলী নির্বাচিত হয়েছেন।
এজন্য মোঃ আব্দুর রউফ কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। যাঁরা এই নির্বাচন শান্তি পূর্ণ ভাবে পরিচালনা করেন।
নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আবুল কাশেম শিকদার এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাহিন মন্ডল।