সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভস্থ কয়লা উত্তোলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন আরিফ মাহমুদ, সম্মানিত পরিচালক, বিসিএমসিএল পরিচালনা পর্ষদ এবং পরিচালক, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর। গত ১৫ ও ১৬ মে দুই দিন ব্যাপী বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড সফর করেন তিনি।
জানা গেছে, সফরের শুরুতে বিসিএমসিএল-এ আগমন করলে প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার, ব্যবস্থাপনা পরিচালক, বিসিএমসিএল তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সফরকারী পরিচালক কে এসময় বিসিএমসিএল-এর সার্বিক কর্মকান্ড, অর্জন এবং চ্যালেন্জ সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয়। তিনি বিসিএমসিএল-এর বিভিন্ন স্থাপনাসমূহ, সাবসিডেন্স এলাকা এবং ভূ-গর্ভের কয়লা উত্তোলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।