বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরের বৈদ্যনাথপুর হতে বড়পুকুরিয়া হয়ে পাতিগ্রাম পর্যন্ত এলাকায় ক্ষতিপূরনের নামে হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে জীবন ও সম্পদ রক্ষা কমিটি বড়পুকুরিয়া বাজার,পার্বতীপুর। রোববার (১৫ জুলাই) সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ এলাকার শত শত নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতৃবৃন্দ তাদের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার আহবান জানান।
তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দাবি মেনে না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন,জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতা রফিকুল ইসলাম, রেজওয়ানুল হক, সাইদুর রহমান, লিয়াকত আলী,আব্দুল কাদের, মতিউর রহমান প্রমুখ।
জীবন ও সম্পদ রক্ষা কমিটির দাবি সমূহের মধ্যে রয়েছে, সার্ভেকৃত বসতবাড়ীর ক্ষতিপূরনের টাকা দ্রুত প্রদান, মসজিদ, কবরস্থান সহ অধিগ্রহণকৃত জমির বকেয়া টাকা দ্রুত পরিশোধ, জনসাধারণের চলাচলের জন্য বৈদ্যনাথপুর হতে বৈগ্রাম পর্যন্ত রাস্তাটি পূর্বের ন্যায় পাকা করা, সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্থ এলাকায় যোগ্যতা অনুসারে ঘর ঘর চাকরি দেওয়া, কয়লা খনি কর্তৃক সৃষ্ট পানিয় জলের সংকট দ্রুত নিরোশন করা,অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা বসবাসের অযোগ্য বসতবাড়ী ও স্থাপনার স্থায়ী সমাধান করা।