পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ, লোডশেডিঙে অতিষ্ঠ জনজীবন

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরের কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ায় চরম বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক দিকে প্রচণ্ড গরম অন্য দিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অশস্তিকর অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। এ দিকে স্হানীয় নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন বিদ্যুৎ সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ১ম ইউনিট ও ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল ৩য় ইউনিট। কিন্তু সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

জানা যায়, তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটির মেইন লুব ওয়েল পাম্প ভেঙ্গে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২য় ইউনিটিতে ওভার হোলিং এর জন্য সার্ট ডাউন চলছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ম ইউনিটটি দু’এক দিনের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর উপজেলায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও শহর এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। এ সব বিদ্যুৎ গ্রাহকেরা ঠিক মতো বিদ্যুৎ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তাঁরা চান দ্রুত এ অবস্থার অবসান হোক। এ বিষয়ে কথা হলে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ও নেসকোর আবাসিক প্রকৌশলী বলেন,জাতীয় গ্রীড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাঁরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ