বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা মাঠে অষ্টম ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনাল খেলাটিতে সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে খেলার মীমাংসার জন্য তা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে সৈয়দপুর ফুটবল একাডেমি ৫-৪ গোলে পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।
প্রথম সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৈয়দপুর ফুটবল একাডেমির গোলকিপার মো. লিংকন।
প্রথম সেমিফাইনাল খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন রেফারি মো. রিমন মাহমুদ জাহিদ এবং সহকারী রেফারি ছিলেন ফজলুল হক ও মো. জাকির নায়েক। পুরো টুর্নামেন্টের খেলায় ধারা বর্ণনা ছিলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তইফুল ইসলাম তপুু এবং পার্বতীপুুরের মো. খোরশেদ রায়হান।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুমিত কুমার আগরওয়ালা নিক্কি। সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন, বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানিফ।
আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় নীলফামারী ফুটবল কোচিং সেন্টার বনাম সিরাগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনে করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ।
দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের অষ্টম আসরে পঞ্চগড়, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নীলফামারী, কুষ্টিয়া ও বগুড়াসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।
এতে অংশ গ্রহণকারী ফুটবল দলগুলো হচ্ছে, পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি, রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ্ ওয়ান্ডার্ট ক্লাব, বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি, নীলফামারীর ফুটবল কোচিং সেন্টার ও সৈয়দপুর ফুটবল একাডেমী।
আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ টুর্নামেন্টের অষ্টম আসরের পরিসমাপ্তি ঘটবে।