পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি হিসেবে দায়িত্বে ফজলুর রহমান

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্হাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে ফজলুর রহমানকে। তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখার মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত ১০ সেপ্টেম্বর তারিখের এক অফিস আদেশে মো. ফজলুর রহমান কে কাজের স্বার্থে এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের চলতি দায়িত্ব প্রদান করা হয়।

ফজলুর রহমান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) হিসেবে কর্মরত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version