পার্বতীপুরে আগাম আমন ধান কর্তন শুরু

আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চলতি আমন মৌসুমে রোপা আমন ধানের কর্তন শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) আগাম রোপা-আমন ধান কর্তন শুরু করা হয়।

জানা গেছে, চলতি আমন মৌসুমে আগাম রোপা আমন ধানের জাত ব্রিধান ৭৫ এবং ধানিগোল্ড (হাইব্রিড) এর নমুনা শস্য কর্তন বুধবার থেকে শুরু করা হয়েছে। ধানের আগাম জাতগুলো ভালো ফলনের পাশাপাশি আগাম আলু চাষের সুযোগ করে দেয়। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয় এবং দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রুপান্তরিত হয়। রোপা-আমনের ব্রিধান ৭৫ এবং ধানিগোল্ড ( হাইব্রিড) এর ফলন হেক্টরে যথাক্রমে ৫.১ টন এবং ৭.২৯ টন হয়েছে।

আগাম আমন ধান কর্তন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন।

Exit mobile version