পার্বতীপুরে আব্দুল্লাহ সরকার টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরের ছোট হরিপুর কবিরাজ পাড়ার ফাইটার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আব্দুল্লাহ সরকার টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ফাইটার স্পোর্টিং ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে উপজেলার হরিপুর বেতপুকুর মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক। ফিতা কেটে মাঠে প্রবেশ করে পায়রা উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন তিনি ।

সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফছার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন,পার্বতীপুর পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু,বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বাবু প্রমুখ।
জমকালো এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাজশাহী ক্রিকেট দলকে পরাজিত করে দিনাজপুর ক্রিকেট দল জয়লাভ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version