রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে আল-ইকরা নুরানী রেসিডেন্সিয়াল মাদরাসার পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) পার্বতীপুর উপজেলার মোমিনপুর যশাইহাট রমজান মোল্লা মার্কেট ভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মহবপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহফুজুল হকের সঞ্চালনায় ও আলহাজ্ব আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা ও কোমলমতি শিশুদের নতুন সবক প্রদানের মাধ্যমে আল-ইকরা নুরানী রেসিডেন্সিয়াল মাদরাসার পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাবিলুস সালাম মাদ্রাসার মাওলানা আবু মুসা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ আলী,ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,প্রতিষ্ঠানের পরিচালক রুহুল আমিন, হাফেজ সামিউল ইসলাম,হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ। সবক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এর পূর্বে নবীন শিক্ষার্থীদের বরন করে নেন প্রধান আলোচক সাবিলুস সালাম মাদ্রাসার মাওলানা আবু মুসা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।