বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই মেম্বার প্রার্থী সংবাদ সম্মেলন করছেন। রবিবার (১ জানুয়ারি) শ্রীমন বাগান বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৩ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আনোয়ার হোসেন বিজয়ী হন এবং মিনার হোসেন ও আনারুল হক পরাজিত হন। এই দুই পরাজিত প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁরা নির্বাচনে কি ধরনের অনিয়ম হয়েছে তার বর্ননা দিয়ে ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচনের ফলাফলে প্রিজাইডিং অফিসারের অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ ও ফলাফল বাতিল করে পূনরায় ভোট গ্রহণের দাবী জানান। এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন,এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাবর আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।