পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌর সভার ইয়ূথ ক্লাব আয়োজিত ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ ৩-১ গোলে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে পরাজিত করে।

বিজয়ী দলের সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে পার্বতীপুর পৌরসভার সরকারপাড়া মাদ্রাসা মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার আয়োজক কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মানজুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রশিদ বাবলু,সাধারন সম্পাদক আনোয়ারুল হক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী ও সোহেল মারুফ স্বপন এবং টুর্নামেন্ট কমিটির আজিজুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ