সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুরাতন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বরণ উপলক্ষে এক বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে পার্বতীপুর অফিসার্স ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে পুরাতন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারকে বিদায় সংবর্ধনা ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন কে বরণ করে নেওয়া হয়। এই দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন ও রুকশানা বারী রুকু।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উল্লেখ, ১৮ মার্চ পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন ফাতেমা খাতুন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন চৌকস অফিসার।