পার্বতীপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট: মে ১৯, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আসছে ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) বিকেলে পার্বতীপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, পৌর আ’লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা নাসরিন প্রমুখ।

বিশেষ এ বর্ধিত সভায় পার্বতীপুর উপজেলা আ’লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, মো. আমিরুল মোমেনিন মোমিন ও সুলতানা নাসরিনকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করার জন্য তৃণমূল নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ১০ টি ইউনিয়নের লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন বলেও তাদের বক্তব্যে উল্লেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিকের একমাত্র পুত্র ব্যারিস্টার তাজুল ইসলাম সহ উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ