সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে এমপি কন্যা শিমলার সৌজন্যে ইদকে সামনে রেখে এতিম ও হতদরিদ্রের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পার্বতীপুর ও ফুলবাড়ীতে এই ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জাতীয় সংসদের দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের ৮ বার নির্বাচিত এমপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর নামে প্রতিষ্ঠিত ‘মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশন’- এর সদস্য সচিব ও পার্বতীপুর-ফুলবাড়ী ভলান্টিয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান এমপি কন্যা ফারজানা রহমান শিমলার সৌজন্যে পার্বতীপুর ও ফুলবাড়ীর সকল ইউনিয়নের এতিম খানায় এবং পার্বতীপুর ও ফুলবাড়ী পৌরসভায় হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে ১১শো প্যাকেট সেমাই চিনি ইদ উপহার হিসাবে বিতরন করা হয়েছে।
এ ছাড়াও হতদরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এমপি কন্যা ফারজানা রহমান শিমলার পক্ষে ইদুল ফিতরের শুভেচ্ছা ইদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তারুণ্যদীপ্ত রাজনীতিবীদ আহসান হাবিব নয়ন ও মিনাজুল ইসলাম।