পার্বতীপুরে কনফেকশনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান পুড়ে ছাই

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের যশাইহাটে কনফেকশনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ জানুয়ারি ) সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নের যশাইহাটের বছিরবানিয়া রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের কনফেকশনারি ব্যবসায়ী ও পেট্রোল বিক্রেতা প্রশান্ত কুমার রায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশে এরশাদের হার্ডওয়্যারের দোকানটিও পুড়ে যায়। অল্পে জন্য বেঁচে গেছে পাশে থাকা মান্নানের ফার্নিচারের দোকানটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে প্রশান্ত কুমারের দোকানে তাঁর সালোক পেট্রোল বিক্রয়ের জন্য বোতলজাত করছিল। এ সময় একজন সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই ধরায়। দিয়াশলাইয়ের আগুন থেকে পেট্রোলে আগুন ধরে মুহূর্তের মধ্যে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রশান্ত কুমারের দুই লক্ষাধিক টাকার ক্ষতি এবং এরশাদের হার্ডওয়্যারের দোকানে অর্ধ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ