বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এতিমখানার শিশুদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
জানা গেছে, জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ৫০ টি কম্বল ২টি এতিমখানার শিশুদের মাঝে এবং প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র থেকে প্রাপ্ত ৯টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করেন ফাতেমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার,পার্বতীপুর। এ সময় উপস্থিত ছিলেন তাপস রায়, উপজেলা সমাজসেবা অফিসার,পার্বতীপুর।