বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান প্রায় ছয় মাস পর স্বপদে বহাল হলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) তিনি উচ্চ আদালতের নির্দেশে ও স্হানীয় প্রশাসনের সহযোগিতায় অধ্যক্ষের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান বিগত ২০২৪ ইং সালের ২৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অধ্যক্ষ পদ হারান। এ ঘটনার প্রায় ছয় মাস পর আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) তিনি উচ্চ আদালতের নির্দেশে ও স্হানীয় প্রশাসনের সহযোগিতায় অধ্যক্ষের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
স্বপদে ফিরে আসা অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অধ্যক্ষের দায়িত্ব ভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।