পার্বতীপুরে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কৃষি বিষয়ক কার্যক্রম পরিদর্শন

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ১:১১ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দেশের উত্তরাঞ্চলের খাদ্য ভান্ডার দিনাজপুরের পার্বতীপুরে কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী। শুক্রবার (১৭ জানুয়ারী) তিনি সরেজমিনে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ),পার্বতীপুর উপজেলার কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং সরেজমিনে মাঠের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। একই সাথে তিনি কৃষকদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দিনাজপুর অঞ্চল এর সম্মানিত অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান,দিনাজপুর জেলার উপ পরিচালক মো. নূরুজ্জামান,আবু রেজা মো. আসাদুজ্জামান,প্রকল্প পরিচালক, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, মো. রাকিবুজ্জামান খান,ডিপিডি,অত্র প্রকল্প ও পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন সহ কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version