শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজ মাঠে বছিরবানিয়া হাট যুব সমাজ কর্তৃক আয়োজিত খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী খাদিমুল ইসলাম বাহার এর পৃষ্ঠপোষকতায় চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী’র সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান,হান্নান আশরাফি প্রিন্স,একরামুল হক,মোজেল্লুর রহমান,আমিনুল হক,রমজান আলী,রিয়াজুল ইসলাম ভ্যাড়কা,মোস্তাফিজার রহমান,খাইরুল ইসলাম দুলু প্রমুখ।
৮ দলের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চিরিরবন্দর ফুটবল একাদশ দলকে দাউদপুর ফুটবল একাদশ নবাবগঞ্জ দল ১-০ গোলে পরাজিত করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাবেদুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন মোকাররম হোসেন।