বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রেলওয়ে এলাকায় গলায় ফাঁস দিয়ে এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,পার্বতীপুর পৌরসভাধীন হলদীবাড়ী রেলওয়ে কলোনীর অধিবাসী মোঃ রজব আলীর পুত্র শাহ নেওয়াজ হোসেন রনির স্ত্রী মাহবুবা খাতুন মিষ্টি (২৬) প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। বুধবার সকালে তাঁর শ্বশুর-শ্বাশুরী পুত্র বধুকে ঘরে ডাকতে গেলে দেখতে পায় যে সে ঘরের মধ্যে ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে।
মিষ্টির স্বামী বাইরে থাকায় সে এক ঘরে একাই থাকতো। ধারণা করা হচ্ছে গভীর রাতে নিজ শোয়ার ঘরের এঙ্গেলে গলায় ওড়না পেচিয়ে ফাঁস টাঙ্গিয়ে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।
জানা যায়,মিষ্টি পার্বতীপুর শহরের ইব্রাহিম নগর মহল্লার মোবারক হোসেনের কণ্যা এবং রংপুর কারমাইকেল কলেজে অধ্যায়নরত। গত বছরের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়ীতেই থাকতো। তার স্বামী রনি নেত্রকোনায় চাকুরী করে।
এ ব্যাপারে বুধবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন,খবর পেয়েছি এবং ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। পরর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।