বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) এর মাধ্যমে স্থাপিত পাইপলাইন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন কর্তৃপক্ষ আয়োজিত ও পার্বতীপুর উপজেলা প্রশাসন বাস্তবায়িত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন, মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়, মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদুদ আলী শাহ প্রমুখ।
জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্হাপনা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের (আইবিএফপিএল) বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।