পার্বতীপুরে গ্রামবাসীর উদ্যোগে ১২শো মানুষের ইফতারি

আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে ‘মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে’ পশ্চিম সুকদেবপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারেও ১২শো মানুষের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের পশ্চিম সুকদেবপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পশ্চিম শুকদেবপুর গ্রামবাসীর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ইফতার মাহফিল ইন্তেজামিয়া কমিটির আহবায়ক ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য খালেদ মাহমুদ সুজন, আহবায়ক কমিটির সবুর মোল্লা, আমিনুল ইসলাম প্রমুখ।

ইফতারি শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা ইফতার মাহফিল আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামবাসীর এই উদ্যোগ প্রশংসনীয়। এটা শুধু আমাদের এলাকা নয় দেশের সব এলাকায় এ আয়োজন করা উচিত।

চতুর্থ তম দোয়া ও ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক খালেদ মাহমুদ সুজন বলেন,মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। গ্রামের সকল মানুষ এ দোয়া ও ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন।।

এ বিভাগের অন্যান্য সংবাদ