বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র ও গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, পার্বতীপুরের স্পেন-বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে জুলাই-আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন এর মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। পার্বতীপুর উপজেলার কাজী পাড়ার রাসেল ইসলাম, সোনাপুকুরের সোহেল রানা ও হুগলি পাড়ার মঞ্জুরুল ইসলামকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, স্পেন-বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবসায়িক পার্টনার এডিটস, পরিচালক (অপারেশন) মনির উদ্দিন ও সিনিয়র ম্যানেজার মো. শামিম।