পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: আগস্ট ১, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পার্বতীপুর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন পার্বতীপুর পৌর মেয়র,খালেদ বিন মনসুর সহকারী কমিশনার (ভূমি) পার্বতীপুর,মোঃ আমিরুল মোমেমিন মোমিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর ও সুলতানা নাসরিন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর। এ সময় পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় পার্বতীপুর পৌরসভা দল ও মোস্তাফাপুর ইউনিয়ন পরিষদ দল। খেলায় পার্বতীপুর পৌরসভা দল ৪-০ গোলে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে বিজয়ী হয়। পৌরসভা দলের পক্ষে প্রথম গোল করেন সিফাত। রেফারি ছিলেন কামরুল হক কামু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version