বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে পার্বতীপুর পাওয়ার হাউজ রেলওয়ে কলোনি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক,ডাব্লিউ এম /ডিজেল ফয়েজ আহমেদ,ডি ই ও পাকশী ও নির্বাহী মাজিস্ট্রেট মো. নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ের পার্বতীপুর লোকো সেড ইনচার্জ মো. কাফিউল ইসলাম।