পার্বতীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ইব্রাহিম নগর মহল্লায় নুরনবী (৬২) নামে এক ব্যক্তি গলায় দড়ি পেচিয়ে ঘরের ছাদের বর্গায় ঝুলে আত্মহত্যা করেছে বলে পারিবারিক ভাবে দাবি করা হয়েছে । মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার সময় নিজ ঘরে নুরনবী গ্রেট বিমের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

জানা যায়,ঘটনার দিন রাতে নুরনবীর স্ত্রী পাশে রুমে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক দশটার সময় প্রস্রাব করার জন্য ওঠে এবং তার পাশের রুমে তার স্বামীর ঘরে ঢুকে গ্রেট বিমে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version