বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ইং, ২৮ অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ ।
পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে পার্বতীপুর- ফুলবাড়ী রেলপথের ইউসুফপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এসআই আবদুস সাত্তার জানান, সোমবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে ইউসুফ এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে । তার কোন পরিচয় পাওয়া যায় নি। তবে তার পরনে প্যান্ট, গায়ে গেঞ্জি ও মুখে কাচাপাকা দাড়ি ছিল। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।