পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২১, ২০২৩, ২:০১ অপরাহ্ণ


এমএ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পার্বতীপুর একাদশ বনাম আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ অংশগ্রহণ করে। শুক্রবার (২০ অক্টোবর ) বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সৈয়দপুর দর্গাপাড়া এলএইচবি ভাটা মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর দর্গাপাড়া যুব কল্যাণ সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন, মোমিনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার।
এতে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা। ন্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. তোজাম্মেল হক তোজা, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য খালেদ মাহমুদ সুজন, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম দুলাল,৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ প্রমুখ।

চূড়ান্ত পর্বের খেলায় ১-০ গোলে পার্বতীপুর একাদশকে পরাজিত করে বিজয়ী হয় আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ। খেলায় প্রধান রেফারি হিসেবে ছিলেন সাবেদুল ইসলাম, সহকারী ছিলেন সারোয়ার হোসেন ও রবিউল ইসলাম,ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মোকারম হোসেন।
খেলা শেষে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ