সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরের সিংগীমারী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শয়ারপুকুর শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে মাগরিব পর্যন্ত সিংগীমারী ধোদারপাড়া জামে মসজিদ উন্নয়নে এই ওয়াজ মাহফিল হয়।
অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা লন্ডনের ইস্টবেঙ্গল জামে মসজিদের খতিব আল্লামা তারেক মানোয়ার পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রমানিকের সুস্থতার জন্য দোয়া করেন।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন আল্লামা তারেক মানোয়ার।
দ্বিতীয় বক্তা চিরিরবন্দরের আয়েশা সিদ্দিকাহ মডেল মাদরাসার পরিচালক আমিনুল ইসলাম আমিন ও সিংগীমারী ধোদারপাড়ার আল্লাহ হাফেজ হযরত মাওলানা মো. হাবিবুল্লাহ হেছাব তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন। দিনব্যাপী ওয়াজ মাহফিল হওয়ায় হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ শিশু-কিশোর উপস্থিত হয়।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ৩ নম্বর রামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হুমায়ুন কবির ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার।