মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে দুইটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫:২১ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্লাটফর্মে।
জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্লাটফর্মের বোনারপাড়াগামী যাত্রীবাহী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি অবস্থান করছিলো । ঠিক একই সময়ে সান্তাহার থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে অথাৎ ৪ নম্বর লাইনে প্রবেশ করে। ঘটনাটি বুঝতে পেরে ট্রেনের দক্ষ চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেয়। ফলে দুইটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে থেকে বেঁচে যায়। সেই সাথে অল্পের জন্য বড় ধরনের একটি দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনে থাকা যাত্রীরা। কিন্তু কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আসল কারন উদঘাটনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ টিআই হাবিবুর রহমান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মুঠো ফোনে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন,ঘটনার আসল কারন উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।