সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে দু’দিনব্যাপি স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ১১ ও ১২ মে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউপি সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশ নেয়। স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, ঢাকা।
প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ফাতেমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর ও কোর্স সমন্বয়ক তাপস রায় উপজেলা সমাজসেবা অফিসার, পার্বতীপুর, দিনাজপুর।
প্রশিক্ষণ কোর্সের শেষ দিনে সনদ বিতরণ করেন ফাতেমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর ও মো. নাজিম উদ্দিন,রিসোর্স পার্সন, ডকুমেন্টেশন অফিসার, এনআইএলজি, ঢাকা।