বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে নতুন ইউএনও যোগদান করেছেন। বুধবার (৫ মার্চ) বিকেলে নতুন ইউএনও যোগদান করেন।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মোঃ সাদ্দাম হোসেন। একই দিন তিনি ভারপ্রাপ্ত ইউএনও খালিদ বিন মনসুর (সহকারী কমিশনার ভূমি) এর কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি ৩৬ তম বিসিএস (প্রশাসন) এর একজন চৌকস অফিসার। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসক এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অধিবাসী।
মুঠোফোনে যোগাযোগ করা হলে নতুন ইউএনও মোঃ সাদ্দাম হোসেন পার্বতীপুর উপজেলায় তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,বুধবার বিকেলে নতুন ইউএনও যোগদানের পর পার্বতীপুর অফিসার ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।